সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে কাজল রানীর তরমুজ ক্ষেত নষ্ট করে দিলো দুর্বিত্তরা

বাদল রায় স্বাধীন :  সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে ১৩ মার্চ সোমবার পূর্ব শত্রুতার জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের তরমুজ ক্ষেতে চুরি ও হামলা করে শতাধীক তরমুজ নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। গাছুয়া ৬নং ওয়ার্ডের কাজল রায়ের কৃষি খামার একটি কৃষি বিভাগের প্রদর্শনী প্লট ছিলো।অন্যদিকে কাজল রানী ৬নং ওয়ার্ড মহিলা কৃষি সমিতির সভাপতি। তরমুজ ছাড়াও তার ৬৬ শতাংশ ভুট্টা ক্ষেত ও রয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী পরিবারের পক্ষে তার ছেলে জয়দেব রায় জানান, তারা অনেক টাকা ঋন নিয়ে এই কৃষি আবাদ করেছিলেন। চুরির কারনে তার ঋন পরিশোধ করা খুবই কঠিন হয়ে পড়েছে।তাই ইউপি চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের নিকট তারা এই দুর্বৃত্তদের চিহৃিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা জানান, বিষয়টি জেনে আমরা সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিব। এমন বর্বরোচিত হামলায় হতভম্ব এলাকাবাসী ও সচেতনমহল।