চট্টগ্রাম নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান : ১১ গাড়ি আটক

 

প্রেস বিজ্ঞপ্তি :  সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর দ্বাদশ দিন আজ ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে নগরীর কদমতলী, নতুন ব্রীজ ও অন্যান্য স্থানে ট্রাক-কাভার্ডভ্যানসহ বিভিন্ন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১১টি অবৈধ গাড়ি আটক করা হয়। একইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়।

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন বলেন, অভিযান চলাকালে সড়কে মেয়াদোত্তীর্ণ ডকুমেন্ট দিয়ে অবৈধভাবে চলাচলরত ট্রাক-কাভার্ডভ্যান ও অন্যান্য গাড়ির ডকুমেন্ট চেক করা হয়। এসময় যেসব গাড়ির ডকুমেন্ট ত্রæটিপূর্ণ ছিল সে গাড়িগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (সদরঘাট) মোঃ জহুরুল ইসলাম সরকার, টিআই (বাকলিয়া) মোঃ মাবিয়ান মিয়া, সার্জেন্ট ওয়াসিম আরাফাত, সার্জেন্ট কামরুলি হাসান ডালি, সার্জেন্ট জুয়েল মিয়া, এটিএসআই আবদুল আহাদসহ সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলগণ।