বাদল রায় স্বাধীন : “শিক্ষক অভিবাবকের সন্মিলিত শক্তি,শিক্ষায় বয়ে আনবে, সমৃদ্ধি ও মুক্তি” এ শ্লােগান নিয়ে সন্দ্বীপ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৩ মার্চ। বিদ্যালয় হলরুমে আয়োজিত অভিবাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক বাদল রায় স্বাধীন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামীলিগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অভিবাকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সদ্য নিযুক্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগম, সহকারী শিক্ষক মোঃ জুলফিকার ও দিপংকরী পাল।
অভিবাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রুবেল,মোঃ শাহীন ও মোঃ বেলাল উদ্দিন সহ শতাধীক পুরুষ ও নারী অভিবাবক। সমাবেশে বক্তারা বলেন কয়েকবছর মহামারী করোনার কারনে বিদ্যালয় বন্ধ, শিক্ষক সংকট সহ নানামুখী সমস্যার পরও এই বছর এই বিদ্যালয়ের ৫ম শ্রেনী হতে ৪ জন ছাত্র/ছাত্রী সরকারী বৃত্তি প্রাপ্ত হয়েছে। এবং স্কুল বাউন্ডারী ওয়াল নির্মান,প্রতিটি কক্ষে বিদ্যুৎ সংযোগ ও ফ্যান স্থাপন,নির্মিতব্য বিলাসবহুল ওয়াসব্লক,শ্রেনী কক্ষ টাইলস করন,ডিপটিউবওয়েল স্থাপন সহ অনেক উন্নয়ন সাধিত হয়েছে।কিন্তু শিক্ষার মান উন্নয়নের এবং শিশুদের মেধাবিকাশে শিক্ষকের পাশাপাশি অভিবাবকের সবচাইতে বেশী ভুমিকা রয়েছে। তাই বিদ্যালয়ের সাথে অভিবাবকের যোগাযোগের বিকল্প নেই।