প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উদ্যোগে ১৭ মার্চ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর পর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালক মোঃ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানী ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মুনাজাত করা হয়। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ মাহফিলে অংশ নেন।
পড়েছেনঃ ৮১