প্রকৃতির পালা বদলের উপর নির্ভর করে আমাদের সন্দ্বীপবাসির সুখ-দুঃখ। সাগর বেষ্টিত এই দ্বীপের বাসিন্দাদের মূল ভূখন্ডের সাথে চলাচলের একমাত্র মাধ্যম নৌ পথ। বছরে ৪/৫মাস আমরা খুব আরামে এই সাগর পাড়ি দিতে পারলেও বর্ষা ঢুকার সাথে সাথে আমরা হয়ে যায় অসহায়। সে সময়ে মনে হয় আমাদের মত অভাগা দুনিয়াতে কোন বাসিন্দারা নেই। বর্ষা মৌসুমে আমরা বিপদে আপদে যথাসময়ে চট্টগ্রাম শহর কিংবা মূলভূখন্ডের সাথে চলাচল করতে হলে নাকানি চুবানি খেতে হয়। এখানে নদী পারাপারের জন্যে স্পিডবোট কিংবা কাঠেরবোট থাকলেও, বর্ষা মৌসুমে উত্তাল সাগরে এসব নৌযান হয়ে যায় ঝুঁকিপূর্ণ। তাই এসময়ে আমাদের নদী পাড়ি দেওয়ার অবলম্বন জাহাজ। আমাদের এখানে এমবি আইভি রহমান নামে একটি অত্যাধুনিক জাহাজ রয়েছে। সাধারণত এটি দিনে একবার সন্দ্বীপ থেকে আর একবার চট্টগ্রাম থেকে ছেড়ে যায়। এতে করে অধিকাংশ যাত্রীরা পরে স্পিডবোট কিংবা কাঠের বোটে পাড় হতে হয়। কিন্তু এই ঝুকিপূর্ন সময়ে তো এসব বোটে পাড় হওয়া সম্ভব না।
তাই আমাদের অনুরোধ অন্তত এই বর্ষা মৌসুমে সন্দ্বীপবাসির স্বার্থে শীপ দিনে ২ট্রিপ করা হোক। সকাল ৭টা থেকে সন্দ্বীপ থেকে ছেড়ে যাবে, পরে ৯টায় চট্টগ্রাম থেকে। আবার বেলা ১১টার সময় একবার সন্দ্বীপ থেকে আবার ১টার দিকে চট্টগ্রাম থেকে। এভাবে ২ট্রিপ শীপ ছাড়া হলে বর্ষার মৌসুমে কিছুটা হলেও আমাদের ভোগান্তি কমবে। কিছুটা নিরাপদে এই সাগর পাড়ি দিতে পারবো।
আব্দুর রহমান ইমন
একজন সন্দ্বীপবাসী