
সময়ের নিউজ ডেস্কঃ নিষ্পাপ মুখের ১৫ মাস বয়সী মোহাম্মদ বিন হাসিব কে দেখে বোঝারই উপায় নেই যে সে দুরারোগ্য ব্লাড ক্যান্সার (acute leukaemia) এ আক্রান্ত যার চিকিৎসা যথেষ্ট ব্যায়বহুল ও দীর্ঘ মেয়াদী। মোহাম্মদ যে বয়সে দৌড়ঝাঁপ করার কথা, সেখানে হাসপাতালের বেডে বাঁচার আকুতি নিয়ে এ ছোট্ট শরীরেই চলছে যন্ত্রণাদায়ক কেমো।মেরুদণ্ডে সুই ঢুকিয়ে বোন ম্যারো টেস্ট, ব্লাড স্যাম্পল নেয়া, অনবরত স্যালাইন তো সঙ্গে আছেই।
কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন উত্তর কাহারিয়াঘোনা গ্রামের বাসিন্দা পিতা পিয়ারু মোহাম্মদ হাসিব ও মাতা উম্মে কুলসুম এর সন্তান মোহাম্মদ বিন হাসিব। গত ৪ সপ্তাহ ধরেই প্রতিনিয়ত অশ্রুসিক্ত নয়ন নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে পুত্রের জীবন ভিক্ষা চাচ্ছেন সেই সাথে সকলের নিকট পুত্রের আশু রোগমুক্তির জন্য দুয়ার অনুরোধ করছেন।
রোগীর নামঃ মোহাম্মদ বিন হাসিব, বয়সঃ ১৫ মাস। রোগের নামঃ ব্লাড ক্যান্সার( Acute leukaemia ALL) হাসপাতালের নামঃ বর্তমানে পি জি হাসপাতালের, শিশু হেমাটো-অনকোলজি বিভাগের – অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর এ টি এম আতিকুর রহমান এর তত্ত্বাবধানে ধানমন্ডির প্যানকেয়ার হাসপাতালে ২০দিন চিকিৎসাধীন ছিল। আর্থিক সমস্যার কারণে ডাক্তারের পরামর্শে বর্তমানে হাসপাতালের আশে – পাশে কম খরচের মধ্য বাসাবাড়া নিয়ে উল্লেখ্য ডাক্তারে তত্বাবধানে চিকিৎসা চলছে ।
যথারীতি বাবা পরিবারের বড় ছেলে হওয়া পুরো পরিবারের দায়িত্ব পালনে তার উপার্জনের অধিকাংশই ব্যায় হয়েছে। ছেলের চিকিৎসার জন্য বর্তমান জবটাও নেই বললেই চলে। এখন পর্যন্ত কারো কাছে হাত না পেতেই সমস্ত খরচ (প্রায় ৩ লক্ষ টাকা) সে নিজেই বহন করে চলেছে কিন্ত এই ব্যায়বহুল চিকিৎসা দীর্ঘমেয়াদী চালানো ভয়ঙ্কর দুঃসাধ্য কাজ।
আগামী ৬ মাসের খরচের আনুমানিক চিকিৎসা ও আনুসাংগিক খরচ আছে প্রায় ১২ লাখ টাকার উপরে। চিকিৎসা ৩ বছরের বেশী সময় ধরে চলমান থাকবে , সব কিছু সঠিক ভাবে চল্লে প্রথম ৬ মাসে খরচ বেশী তার পর খরচ কমতে থাকবে। আর তাই এখনই চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে শিশুটির পরিবার ।
সাহায্য পাঠানোর মাধ্যম – Piaru Mohammed Hasib Dutch Bangla Bank – 145.101.62253 (Cox’s Bazar Branch) এবং 018 2025 2725 – Personal Bkash, Rocket & Nagod।