
সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপের দুই হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন। রোজা শুরুর আগেই ইফতার ও সেহেরী সামগ্রীগুলো পরিবারের মাঝে পৌছে দেওয়া হয়। বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্দ্বীপ উপজেলার চারটি ইউনিয়নের অসহায় ও গরিব পরিবারের মাঝে এসব সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মগধরা ইউনিয়ন আয়েশা আনোয়ারা নুরিয়া হাফেজিয়া মাদ্ররাসা ও এতিমখানা প্রাঙ্গণে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ উদ্বোধন করেন মগধরা ইউনিয়নের মানবিক চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন।
এসময় আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, সংযমের মাস রমজানে অসহায় ও গরীব পরিবারগুলো যাতে রোজা রাখতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমার সামান্য উপহার। এই উপহারগুলোর মাধ্যমে অসহায় পরিবারগুলোর সামান্য যদি উপকার হয় তাহলেই আমার কষ্ট সার্তক হবে। আমার ক্ষুদ্র প্রচেষ্ঠায় চারটি ইউনিয়নের মধ্যে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরন শুরু করেছি। আগামীতে আরো বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনা করার ইচ্ছে আছে। মগধরা ইউনিয়নে সেহেরী ও ইফতার বিতরণের পর মাইটভাঙ্গা, মুছাপুর ও হারামিয়া ইউনিয়নেও এসব সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের মান্যগণ্য ব্যক্তিদের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। সন্দ্বীপের মগধরা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও মানবিক নানা কার্যক্রমে নিজেকে জড়িয়ে রেখেছেন। করোনা মহামারী ছাড়াও প্রতিটি দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি।