প্রেস বিজ্ঞপ্তি : গত ২৩ ও ২৪ মার্চ ২০২৩ ইং তারিখে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩২১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭,
চট্টগ্রাম। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বারৈয়ারহাট হতে একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ মার্চ ২০২৩ ইং তারিখ ১০৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুÐ থানাধীন ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি বাসকে থামার সংকেত দিলে বাসটি চেক পোস্টের সামনে এসে থামায়। বাসটি থামার সাথে সাথে একজন ব্যক্তি হাতে একটি ট্রাভেল ব্যাগ সহ বাস থেকে নেমে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী মোঃ আব্দুল করিম (৩৫), পিতা- মৃত নুরুল হক, সাং- মধ্যম ওয়াইতপুর, থানা- মিরসরাই, জেলা- চটগ্রামকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স¦াক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হাতে থাকে ট্রাভেল ব্যাগ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে মোট ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে সীতাকুÐ সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ টাকা।
অপর একটি সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী হতে মাইক্রোবাসযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ ২০২৩ ইং তারিখ ০৪১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সলিমপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।
এসময় র্যাবের চেক পোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে তা চেক পোস্টের সামনে এসে থামায়। মাইক্রোবাস থামার সাথে সাথে ড্রাইভিং সীট একজন ব্যক্তি নেমে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী মোঃ আবু তাহের (৪১), পিতা- মৃত নুরুল হুদা, সাং- দক্ষিন আধারমানিক, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে আটক করে। উপস্থিত স¦াক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স¦ীকার করে গাড়ির সামনের ইঞ্জিন কভারের নিচে ফেন্সিডিল রয়েছে। পরবর্তীতে উক্ত গাড়ির সামনের ইঞ্জিন কভারের নিচ হতে ২টি পাটের বস্তার ভিতর হতে ২২১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্ত এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২১ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।