
প্রেস বিজ্ঞপ্তি : দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলরের পিতা খলিলুর রহমান সওদাগরের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফাতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম-০১ এপ্রিল’২০২৩খ্রি. চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিল অধ্যাপক মো. ইসমাইলের পিতা খলিলুর রহমান সওদাগরের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খলিলুর ভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আজ শনিবার বাদ আসর কাজীর দিঘী জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় এতিম ও অসহায়ের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আসলাম সওদাগর, নোয়াব আলী মেম্বার, মাহাবুল আলম, আকতারুজ্জামান চৌধুরী, জাকির আহমেদ সওদাগর, হাজী সেকান্দর মিয়া, শাহিন, ফারুক, হেলাল, তৈয়ব, মনোয়ার হোসেন খোকন, মোঃ আমির আহমেদ প্রমূখ।