সাবেক মেয়র এম. মনজুর আলমের পক্ষে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

সময়ের নিউজ ডেস্ক : পবিত্র রমজানে রোজাদার দুঃস্থ পরিবারের মাঝে আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান আছে। ২ এপ্রিল ২০২৩ খ্রি: সকালে নিউ মনসুরাবাদ আলহাজ¦ মোস্তফা হাকিম কেজি ও উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের পক্ষে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম। এ সময় উপস্থিত অস্বচ্ছল রোজাদারদের সমাবেশে তিনি বলেন, আর্ত-মানবতার সেবাই আমাদের ব্রত। আমার পিতা সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম ১৯৭৭ সাল থেকে আর্ত মানবতার সেবা দিয়ে যাচ্ছেন। আমরা পিতার দেখানো পথেই আছি। ইফতার ও সেহেরি
সামগ্রী বিতরণ কর্মসূচিতে ৪নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তছলিমা বেগম (নুরজাহান), সমাজসেবক নুরুল আলম ভুট্টু ও বাদশা আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।