
প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে বিএসপিইউএ নেতৃবৃন্দের সাক্ষাৎ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিবন্ধিত সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)’ এর একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসপিইউএ এর প্রেসিডেন্ট ও ইউআইইউ এর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি (একাডেমিক) অধ্যাপক ড. আখতার হোসাইন (সিইউবি); সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক ড. মোঃ মামুন হাবিব (আইইউবি); সাধারণ সম্পাদক ড. নাহিন মামুন (এনএসইউ); অর্থ সম্পাদক ড. জুলফিকার হাসান (বিআইইউ); ইসি সদস্য ফারহানা লিজা (শান্তা মরিয়ম); এবং বিএসপিইউএ এর প্রতিষ্ঠাতা সদস্য ড. হুমায়রা ফেরদৌস। বিএসপিইউএ নেতৃবৃন্দ মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের সংগঠনের নানাবিধ কার্যক্রম তুলে ধরেন এবং উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন।
তারা বলেন, নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষা ও গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিনিধি দল মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রমের মনিটরিং ও সুপারভাইজিং এর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসিতে শিক্ষক প্রতিনিধি তথা ইউজিসি সদস্য বাড়ানো আবশ্যক। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও সাব কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির ব্যাপারে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী মনোযোগ দিয়ে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।