পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে “অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩” অনুষ্ঠিত ০৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার, পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়। উক্ত অগ্নি নির্বাপণ মহড়ায় পুলিশ সদস্যদেরকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন জনাব তুষার কান্তি রায় স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পঞ্চগড়।
পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করার বিভিন্ন কৌশল উপস্থিত পুলিশ সদস্যদেরকে দেখান এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তা অনুশীলন করেন। উক্ত মহড়ায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম সহ জেলা পুলিশ পঞ্চগড়ের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
পড়েছেনঃ ৯৭