প্রেস বিজ্ঞপ্তি : সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন বলেছেন, ‘ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাদের এই অবদান ইতিহাস মনে রাখবে। দেশের সংকটময় মূহুর্তে তাঁদের কারণে মানুষ প্রকৃত চিত্র জানতে পারে। একারণে যে কোনো সংবাদ, ছবি, ভিডিও সংগ্রহের সময় তাঁদেরকে সর্বোচ্চ সহযোগীতা করা উচিত।
’বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহারিয়ার, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবু, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ।
সিপিজেএ’র সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আলাউদ্দিন হোসেন দুলালের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিজেএ সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সিপিজে’র উপদেষ্টা রূপম চক্রবর্তী, কুতুব উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ ফারুক, সহ-সভাপতি সুভাষ কারণ, যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে, প্রদর্শনী সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি দে, নির্বাহী সদস্য অনুপম বড়ুয়া, সদস্য সোহেল রানা, সৌরভ দাস, রবিন চৌধুরী, শরীফ চৌধুরী, শ্যামল নন্দী, সুরঞ্জীত শীল উপস্থিত ছিলেন।