র‍্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন আটক

প্রেস বিজ্ঞপ্তি :   র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পিকআপ যোগে পরিবহন করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ০৯ এপ্রিল ২০২৩ইং তারিখ ০৩২৫ ঘটিকার বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ০২জন ব্যক্তি পিকআপ হতে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ০১। মোঃ রানা (৩০), পিতা:মৃত মোহাম্মদ আলী, সাং- কদমতলী, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম মহানগর এবং ০২। মোঃ মোসলেম উদ্দিন (৩২), পিতা-মৃত মুন্সী বদিউল আলম, সাং-চরমন্ডলিয়া, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদ্বয়কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেও স¦ীকারোক্তি মোতাবেক পিকআপ গাড়ীর ড্রাইভিং সিটের পার্শ্ব থেকে আসামীদের নিজ হাতে বের করে দেয়া মতে ২টি প্লাষ্টিকের বস্তা হতে মোট ২০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পতেঙ্গা সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।