সরাইল কালিকচ্ছ দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২০ 

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছে তুচ্ছ ঘটনা নিয়ে  দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ,  সাংবাদিকসহ অন্তত ২০ জন।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সুর্ষকান্দি ও ধরন্তী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।  সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন  বিষয়টি দি এশিয়ান এইজ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলের সাথে রিকশার ধাক্কা লাগা নিয়ে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের ইকবাল চৌকিদারের ছেলে আকাশের সাথে  সূর্যকান্দি গ্রামের সুমনের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে আকাশের লোকজন শুক্রবার দুপুরে সুমনের উপর হামলা করে। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে  শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কালিকচ্ছ বাজারে ইকবাল চৌকিদারের গোষ্ঠী ও সূর্যকান্দি গ্রামের দুলালের গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
সরাইল সদর ইউনিয়নের পুর্বকুট্রাপাড়ার রাকিব   মিয়ার ছেলে ফয়সাল (২২), ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে। কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে পরিবারের দাবী পুলিশের গুলিতে সে নিহত হয়েছে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ‘ সংঘর্ষের সময় ককটেলের স্পিøন্টারের আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হন, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। এসআই জয়নাল আবেদিন।এ এস আই আবু ছালাম। কনস্টেবল আনোয়ার হোসেন। কনস্টেবল অহিদুল্লাহ। কনস্টেবল রাসেল সরকার।