
হাটহাজারী প্রতিনিধি: ভালোবাসা সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন এর বিভিন্ন দেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদের পক্ষ থেকে মির্জাপুরের কয়েকটি ওয়ার্ডে ৩জন অসুস্থ রোগীর মাঝে প্রায় ৪০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আবেদন করার পরে ঐ সব রোগীদের স্বজনদের সাথে দেখা করে উক্ত অর্থ গুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠন এর রেমিট্যান্স যোদ্ধা দুবাই প্রবাসী মোহাম্মদ শাহাজাহান,আবদুল হাকিম,মোহাম্মদ শিমুল,মোহাম্মদ রাশেদ,মোহাম্মদ সোহেল,মোহাম্মদ সাইফুল,মোহাম্মদ সুজন,মোহাম্মদ এনাম সহ প্রমুখ। এ সময় সংগঠন এর সদস্যরা জানান মানবতার কাজে মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে আনন্দ আছে।এ কাজ গুলো চলমান থাকবে বলে জানান।