রোবটিক্স বিজ্ঞানী জয় বড়ুয়ার উদ্যোগে প্রতিবন্ধী মদন বড়ুয়া পেল হুইল চেয়ার

প্রেস বিজ্ঞপ্তি :  তরুণ রোবটিক্স বিজ্ঞানী জয় বড়ুয়া লাভলু’র প্রতিষ্ঠান রোবো লাইফ-এর উদ্যোগে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী’র প্রতিষ্ঠান ‘টিম পজেটিভ বাংলাদেশ’র আর্থিক সহায়তায় চট্টগ্রাম জেলার হাটাজারী উপজেলার জোবরা গ্রামের জন্ম থেকে প্রতিবন্ধি ৫৩ বছর বয়সী মদন বড়ুয়াকে অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ একটি ইলেক্ট্রিকেল হুইল চেয়ার প্রদান করা
হয়েছে। একইসাথে তাকে নগদ অনুদানের অর্থ তুলে দেন মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান ‘মনিরাজ ফাউন্ডেশন’র চেয়ারম্যান প্রিয় রঞ্জন বড়ুয়া ও লেখক-সংগঠক বিপ্লব বড়ুয়া। ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম গোলাম রব্বানী বলেন, মানবতার সেবা করা সৃষ্টিকর্তার ঐশ্বরিক দান। জয় বড়ুয়া’র সহযোগিতায় মানবিক সেবায় হাত বাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।গেলাম রব্বানী ও জয় বড়ুয়া’র পক্ষে প্রতিবন্ধি মদন বড়ুয়াকে হুইল চেয়ারটি হস্তান্তর করেন জয়ের বাবা, মা, মামা, মামি ও স্বজনেরা। জোবরা সুগত বিহারে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, শিক্ষক নেতা প্রশান্ত কুমার বড়ুয়া, শিক্ষক বিধান চন্দ্র বড়ুয়া, রাজনীতিক সাথী উদয় কুসুম বড়ুয়া, ধর্মবোধি ভিক্ষু, নিরোধানন্দ ভিক্ষু, শ্যামল কান্তি বড়ুয়া, প্রিয় রঞ্জন বড়ুয়া, টিটু বড়ুয়া, জয় বড়ুয়া লাভলু প্রমূখ। ##