
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ গতকাল বিকেলে চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইদ্রিসের সার্বিক সমন্বয়ে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত অর্থ-সম্পাদক হাবিবুর রহমান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন সুপার হযরত মাওলানা রেজওয়ানুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ছানাউল্যাহ নুরী, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজ সেবক খায়রুল আনম সেলিম, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল্লাহ, চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান জিয়া, ইউপি সদস্য শামসুল আলম বাহার সহ আরো অনেকে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যগণ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানের আলোচনা করার সময় বক্তারা মাদ্রাসাটি সংলগ্ন একটি মসজিদ নির্মাণের প্রয়োনীয়তা, মাদ্রাসার আলিম শাখা চালু করনের দাবিসহ মাদ্রাসাটির সামগ্রিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন।
আলোচনা শেষে মাদ্রাসাটির প্রাক্তন কৃতি ছাত্রদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এছাড়াও লেখাপড়ায় উৎসাহিত করতে উক্ত মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে এবং ইফতারের পূর্বে সকলের সার্বিক কল্যাণ কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা রেজওয়ানুল বারী। চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ বিগত ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই উক্ত মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, মাদ্রাসার কাঠামো এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান, বিভিন্ন কর্মসূচিতে সার্বিক সহযোগিতাসহ সামগ্রিক কার্যক্রমে তৎপর ভূমিকা রেখে যাচ্ছে।
পড়েছেনঃ ৯৪