
মোবারক হোসেন ভূঁইয়া: সন্দ্বীপ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিল জাসদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। তিনি গতকাল ২৬শে এপ্রিল দুপুর ১টায় সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এসময় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার, উপজেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক ডাঃ আতাউল হাকিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপূর্বে দলের উপজেলা কার্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এসময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার বলেন, উপনির্বাচনে জাসদ তার সম্পূর্ণ শক্তি দিয়ে নামবে। আমাদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি’র নির্দেশে আমরা নির্বাচন করছি। ইনশাআল্লাহ, বিজয় নিয়ে আমরা ফিরব।। এসময় দলের উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।।
পড়েছেনঃ ১৬৫