
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মনিয়ন্দ ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উত্তর মনিয়ন্দ, মনিয়ন্দ মধ্যপাড়া, দিঘিরজান, চারাবটগাছ, শেখ মার্কেট, চৌধুরী বাড়ি, হরিপুর, মাঝিগাছা, টনকী, কর্মমঠ, মিরপুর, মিনারকোট আনন্দবাজার, তুলাইশিমুল সহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্রদক্ষিণ করে কর্নেল বাজারে গিয়ে তা শেষ হয়। শোভাযাত্রা কালে উপস্থিত নেতাকর্মীরা মনিয়ন্দ শেখ মার্কেট, কর্মমঠ ও মিনারকোট আনন্দবাজারে সংক্ষিপ্ত ৩টি পথসভা করেন। এ সময় মনিয়ন্দ ইউনিয়নে যুবলীগের একটি সুন্দর আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়ায় উপজেলা যুবলীগ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রা টির নেতৃত্ব প্রদান করেন, নবগঠিত মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম সুমন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ মোজাম্মেল খাঁন, প্রভাষক মোঃ জাবের ভুঁইয়া, মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুল আজিজ, মোঃ ইব্রাহিম মিয়া সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যগন, কর্মী সমর্থক সহ আরো অনেকে। শোভাযাত্রাটি তে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
জানা গেছে, গত ৩০শে এপ্রিল ২০২৩ ইংরেজি তারিখে মোঃ শফিকুল ইসলাম সুমন কে আহ্বায়ক ও প্রভাষক মোঃ মোজাম্মেল খান, প্রভাষক মোঃ জাবের ভুঁইয়া, মোঃ ইকবাল হোসেন, আব্দুল আজিজ, মোঃ ইব্রাহিম মিয়া কে যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয় উপজেলা যুবলীগ কর্তৃপক্ষ। মোটরসাইকেল শোভাযাত্রাটি কর্নেল বাজার মাদ্রাসা মাঠে গিয়ে কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম সবুজ মেম্বারের সঞ্চালনায় নবগঠিত আহ্বায়ক কমিটির সংক্ষিপ্ত পরিচিতি সভায় সকলের উদ্দেশ্য আহবায়ক মোঃ শফিকুল ইসলাম সুমনের উপদেশ মূলক বক্তব্য, দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণের মাধ্যমে মোটরসাইকেল শোভাযাত্রা এবং পরিচিতি সভার সমাপ্তি হয়।
পড়েছেনঃ ১৩০