
প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যবসায়ীফেনী জেলার ফেনী মডেল থানাধীন তাকিয়া রোডের মেসার্স কাদের এবং মেসার্স রিফাত এর মসলা ভাঙ্গানো মিলের ভিতর ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৩ মে ২০২৩ ইং তারিখ ১৭৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। সমেলা বেগম (৩০), স্বামী- মোঃ ফারিছ মিয়া, সাং- অরিপুর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা ২। নুরজাহান বেগম (৩৫), স্বামী- মোঃ বাবুল, সাং- চরমোহনী মোহন, থানা- ল²ীপুর সদর, জেলা-ল²ীপুর এবং ৩। রোকেয়া বেগম (৪৫), পিতা- মির্জা হাশেম, মাতা- ফাতেমা বেগম, সাং- চরমোহনী মোহন, থানা-লক্ষীপুর সদর, জেলা- ল²ীপুরদের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃর্ত আসামীদেরকে জিজ্ঞাসাবাদসহ উক্ত মশলা মিল ঘরের ভিতর তল্লাশী করে ৩৩ টি প্লাাস্টিকের বস্তায় ভেজাল রং মিশ্রিত হলুদ মরিচের গুড়া মোট ১,১৫৪ কেজি উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন ধরনের মশলাসহ মরিচের গুঁড়ার সাথে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রন করতঃ ভেজাল মশলা তৈরী করে এবং এই সব ভেজাল মশলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে । গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।