আল্লাহর গজব থেকে মুক্তি পেতে হলে পাপাচার মুক্ত জীবন গঠন করতে হবে: সরফুদ্দিন মাদরাসার বার্ষিক সভায় মাওলানা নূরী

প্রেস বিজ্ঞপ্তি: বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, সারাবিশ্বে আজ নৈতিকতার অধ:পতন ঘটেছে। দেশ-বিদেশের সকল পর্যায়ে নৈতিক অবক্ষয়ের ফলে পরিবেশে বিপর্যয় ঘটছে। তিনি বলেন, পাপাচার, অত্যাচার জুলুম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের মাঝে মানুষত্ববোধ হারিয়ে ফেলছে। সমাজে, পাড়া-মহল্লায় যেনা ভ্যাবিচার অহরহ ঘটছে এসব পাপাচারের কারণে আল্লাহর গজব নেমে আসছে। তিনি বলেন, আল্লাহর গজব থেকে মুক্তি পেতে হলে পাপাচার মুক্ত জীবন গঠন করতে হবে।  ২৩ জানুয়ারী ২০২২ইং সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় শাহ্ সরফুদ্দিন দাখিল মাদরাসার বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজীন মাওলানা মামুনুর রশীদ নূরী উপরোক্ত কথা বলেন। মাদরাসা মাঠ প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সমাজ সেবক মোহাম্মদ শাহ্ধসঢ়;জাহান সিরাজীর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার। প্রধান মেহমান ছিলেন, গারাংগিয়া দরবারের সাতবাড়িয়া পীর আলহাজ¦ মাওলানা শাহ মুহাম্মদ আবদুল হালিম রশিদী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো: নাজিম উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মকসুদ আহমদ, মাওলানা আবু মোস্তফা, মাওলানা খায়ের আহমদ, মাওলানা মোরশেদুল আলম রাজবী, মাওলানা ইলিয়াছ আজাদ, হাফেজ আবদুল মান্নান, মাওলানা মোরশেদুল আলম রাজবী, মাওলানা জালাল উদ্দিন। এ ছাড়াও দেশ বরণ্য আলেম ওলামা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান ওয়ায়েজীন আরো বলেন, মানব স¤প্রদায়ের উপর আল্লাহর নির্দেশ হচ্ছে মুসলিম হবার আর পিতা-মাতার দায়িত্ব হচ্ছে সন্তানদের মুসলিম বানাবার। এ জন্য প্রকৃত মুসলিম হতে হলে প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান অর্জন। অথচ তিক্ত হলেও সত্য যে, পিতা-মাতাগণ নিজে যেমন দ্বীনি ও নৈতিকতার জ্ঞান অর্জনে উদাসীন তেমনি সন্তানদের শিক্ষা দানের ক্ষেত্রে চরম উদাসীন। তিনি বলেন মুসলমানদের মাঝে দ্বীনের জ্ঞান অর্জনের পিপাসা থাকতে হবে, অন্য থায় সন্তানেরা দ্বীনি ও নৈতিকতার শিক্ষা না পেলে পাশ্চাত্যের অশ্লীলতার মরন ফাঁদে ঢুকে তাদের নিষ্পাপ জীবনটা ধ্বংস হয়ে যাবার আশংকা রয়েছে। কারণ মানব চরিত্রের শ্রেষ্ট গুণ হচ্ছে নৈতিকতা ও সততা। তিনি আরো বলেন মুসলমানেরা পৃথিবীতে একটি দূর্জয় জাতি হিসেবে মর্যাদা পেতে হলে সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা দিতে হবে।