চবির ভর্তি পরীক্ষায় ছাত্রনেতা ইকবালের অনন্য উদ্যোগ

সময়ের নিউজ ডেস্কঃ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় ও অরণ্যে ঘেরা শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতি বছর দেশের প্রায় প্রতিটি জেলা থেকে ছুটে আসে লাখ লাখ পরীক্ষার্থী। স্বপ্ন একটাই বিশ্ববিদ্যালয়ের ২১’শ একরের একজন হয়ে উঠা।

দাবদাহ তপ্ত রৌদ্রস্নাত সকাল। ছুটে চলছে চঞ্চল পা অবিরাম রথে চবি’র পথে ১নং ও ২নং ফটক হয়ে সোজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একরাশ স্বপ্ন চোখে পরীক্ষায় অংশগ্রহণ করবার পর তাদের চোখেমুখে ক্লান্তি। সেই ক্লান্তির কিছুটা পরিত্রাণ ঘটাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তার অনুসারীদের নিয়ে মেতে উঠেন এক মহা কর্মযজ্ঞে। যেখানে ক্লান্ত পরিশ্রান্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ফেরার পথে সুপেয় পানি ও কলম নিয়ে ঘুরতে দেখা যায় তাকে।

ইকবালের মতে এই মহতি কর্মকাণ্ড সেই ২০১৬ সাল হতে যা এখনো চলমান। আগামীতেও তার এই কর্মকাণ্ড অব্যাহত থাকার কথা জানান তিনি। মঙ্গলবার (১৬ মে) চবির ১ নং গেইট এলাকায় বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩) শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে পানি ও কলম বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় ৭হাজার পানি ও কলম বিতরণ করেন এ মানবিক ছাত্র নেতা। তার এ কার্যক্রম পুরো পরীক্ষা জুড়ে চলমান থাকবার কথাও জানান তিনি।

তিনি বলেন “বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে যে সুন্দর ও সৌহার্দপূর্ণ সম্পর্ক তা আরো বেগবান ও সমৃদ্ধ করবার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার এ প্রচেষ্টা আমৃত্যু চলমান থাকবে।” এসময় উপস্থিত ছিলেন রকিবুল হাসান বাবু,আব্দুল মৌমেন রিফাত,হাকিব নয়ন,এনাইয়েত উল্লাহ ফরহাদ,সাইফুল ইসলাম সাগর,মোঃ রাকিব সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।