
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্যান্সার আক্রান্ত এক রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রবাসী আওয়ামী লীগ। রোববার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের ক্যান্সার আক্রান্ত দুই সন্তানের জনক ৩২ বছর বয়সী কাজী আসাদের চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেন উপজেলা প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনে প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন খান রানা, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল, টনকী জামে মসজিদের কোষাধক্ষ্য কাজী নাজিম উদ্দিন, সাবেক প্রধান ছাত্রলীগ নেতা, প্রভাষক আশরাফুল আলম ভূঁইয়া শামীম, কাজী রকিব উদ্দিন পিন্টু, কাজী তাইম, সাংবাদিক মোশাররফ হোসেন কবির প্রমুখ।
জানা গেছে কাজী আসাদ টনকি সাদেকুল উলুম আলিম মাদ্রাসায় অফিসার সহকারী পদে চাকরি করে। তাঁর যৎসামান্য আয়ে দুই মেয়েসহ চার সদস্যের সংসার চলছিল। কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে পরায় সংসার চালানো ও তাঁর চিকিৎসার খরচ মেটানো পরিবারের পক্ষে অনেকটায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। আখাউড়া উপজেলা প্রবাসী আওয়ামী লীগ সভাপতি আমেরিকা প্রবাসী নেছার আহমেদ খলিফা বলেন, আমরা আমাদের মনিয়ন্দ ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক চৌধুরীর মাধ্যমে কাজী আসাদের বিষয়টি জানতে পারি।বিষয়টি জেনে আমরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আমরা এই মানবিক কাজে অংশগ্রহন করতে পেরে ভালো লাগছে। আমরা সবসময় চেষ্টা করবো এসব মানবিক কাজ করার জন্য। সংগঠনের সভাপতি নেছার আহমেদ খলিফা ও প্রধান উপদেষ্টা জাকির হোসেন খান বলেন, আখাউড়া উপজেলা প্রবাসী আওয়ামী লীগ সংগঠনটি শুধু রাজনৈতিক সংগঠনই নয় এটি একটি মানবিক সংকটও। সংগঠনের পক্ষ থেকে আমাদের এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তিনি জানান। এ সময় মনিয়ন্দ ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল হক চৌধুরী মুঠোফোনের মাধ্যমে জানান, আমাদের এই সংগঠনটি অতীতেও অনেক মানবিক কাজ করেছে, সমাজের অসহায় মানুষের জন্য সংগঠনের সকল প্রবাসী ভাইরা একতাবদ্ধ হয়ে সবসসয় এ ধরনের মানবিক কাজে সহযোগিতা করার চেষ্টা করে থাকে।
পড়েছেনঃ ১১৩