
চট্টগ্রামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বন্দর থানাধীন ৩৬,৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় নগরীর বন্দর ক্লাবে এই ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রশিদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ (এমপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
এসময় বৃহৎ আকারের র্যালী নিয়ে সম্মেলনে যোগদান করেন চট্টগ্রাম বন্দরথানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোস্তাক উদ্দিন সম্পদ। মোস্তাক উদ্দীন সম্পদ গণমাধ্যমকে বলেন, সেবা শান্তি প্রগতি সংগঠনের এই মূলনীতি কে বুকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ দেশের রাজনীতিতে ইতিবাচক অবদান রেখে যাচ্ছে। একটি সুশৃংখল আদর্শ বাহি সংগঠন হিসেবে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু দাদা ও সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় নেতা আজিজুর রহমান আজিজ ভাইয়ের নেতৃত্বে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা কে জয়ী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর পতেঙ্গা ১১ আসনের গরিব-দুঃখী ও মেহনতি গণ-মানুষের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, জননেতা এম এ লতিফ ভাই কে চতুর্থ বারের মতো আবারো বিপুল ভোটে জয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো এবং নৌকার জয় নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন পরিচালিত হয়, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর ৩৬,৩৭, ও ৩৮নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমর্থক, কর্মী ও নেতা-নেত্রী সহ গণ্য মান্য অতিথিবৃন্দ।