
কক্সবাজারের পেকুয়ায় জমি বিরোধের জেরে কলেজ পড়ুয়া ছাত্রী ও তার মায়ের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার মগনামা ইউনিয়নের মটকা ভাঙ্গা এলাকায় এঘটনাটি ঘটে।
প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রী তাসনুর আক্তার পেকুয়া শহীদ জিয়া কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকার ছিদ্দিক আহমদের কন্যা। এ ঘটনায় তার মা রেহেনা বেগমও গুরুতর আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত কলেজ ছাত্রীর পিতা ছিদ্দিকা আহমদ জানান, তার খরিদসুত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে দখল পায়তারা চালাচ্ছে একই এলাকার আব্দুল গণী। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ বিচার হয়েছে।
তিনি আরো বলেন, আজ সকালে মটকাভাঙ্গা এলাকার মৃত ফররুখ আহমদের পুত্র আব্দুল গণীর নেতৃত্বে ওই জমি দখল চেষ্টা চালালে আমার মেয়ে ও আমার স্ত্রী সেখানে দেখতে যায় তারই জের ধরে আব্দুল গণীর নেতৃত্বে তার স্ত্রী রুপবান, আরমান, মনছুর আলী ও সাকের মিলে দা চুরি নিয়ে আমার স্ত্রী কন্যার উপর অতর্কিত হামলা চালায়। এঘটনা আমার স্ত্রী ও কন্যা গুরুতর আহত হন৷ তিনি আরো ব’লেন ইতিপূর্বে কয়েকবার হামলা চালিয়েছে আব্দুল গণী গং । তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।।