
আগামী ১৯ জুলাই সন্দ্বীপে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনে তালা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন উপজেলা আওয়ামীলিগ এর কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক। ২ জুলাই সকাল ১০ ঘটিকায় ওমর ফারুক তার তালা মার্কা সমর্থনে সন্দ্বীপ পৌরবাসীর সাথে মতবিনিময় সভা করেছে। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সভায় ওমর ফারুকের পক্ষে মুল্যবান ভােট চেয়ে বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ সফিকুল মাওলা,প্রার্থী মোঃ ওমর ফারুক,উপজেলা আওয়ামীলিগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর আলাউদ্দিন বাবলু,কাউন্সিলর মহব্বত বাঙ্গালী,ওয়ার্ড আওয়ামীলিগ নেতা মোঃ আলমগীর মোঃ শামসুদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামীলিগ নেতা শেখ ফরিদ টিপন।
সভায় বক্তারা বলেন মোঃ ওমর ফারুক একজন পরিছন্ন রাজনীতিবিদ।দীর্ঘ সময় উপজেলা আওয়ামীলিগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন কালে তার কর্মকান্ডে কোন অবহেলা পরিলক্ষিত হয়নি। এছাড়াও ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগ,যুবলীগের কর্মকান্ডে ওতপ্রোত জড়িত ছিলেন। আজ সময় এসেছে তার সঠিক মুল্যায়নের। তাই আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে আমরা ওনার বিজয় নিশ্চিত করতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।