
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে রোটারী ঘোষিত মা ও শিশু স্বাস্থ্য মাস উপলক্ষ্যে ২৫ জুলাই ২০২৩ রেডক্রিসেন্ট মেটারনিটি হসপিটাল, আন্দরকিল্লা, চট্রগ্রাম এবং মেমন মাতৃসদন হাসপাতাল, সদরঘাট, কালীবাড়ী, চট্টগ্রামে নবজাত শিশুদের জন্য তোয়ালে বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন সিকদার, প্রজেক্ট চেয়ার এসিসটেন্ট গভর্নর পিপি ইঞ্জিঃ আমজাদ হোসেন, রেডক্রিসেন্ট মেটারনিটি হসপিটালের চিফ এডমিনিশটেটর অফিসার আশরাফউদ্দৌল্লা সুজন, মেমন মাতৃসদন হাসপাতালে ডাঃ রাহেলা হোসেন, ডাঃ বুবলী মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী ও চার্টার প্রেসিডেন্ট মোঃ শাহাজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ক্লাব সেক্রেটারী মোহাম্মদ বেলাল, রোটারেক্ট ফাউজুল কবির, নাঈম হাসান, ইফতি,
অর্পণ, আজাদ প্রমূখ। বক্তারা বলেন রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের দেওয়া উপহার নবজাতক শিশুর জন্য একটি অনন্য উপহার স্বরুপ। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নারী ও শিশু উন্নয়নে এ ধরনের কাজের ভূয়সী প্রশংসা করেন।