চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে রি-ব্র্যান্ডিংমূলক প্রতিযোগিতা ‘ব্র্যান্ড ব্লিটজ’

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মার্কেটিং ক্লাব’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী রি-ব্র্যান্ডিংমূলক প্রতিযোগিতা ‘ব্র্যান্ড ব্লিটজ’। সম্প্রতি নগরীর জামাল খান ইউনিভার্সিটির ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পুরাতন প্রোডাক্টগুলোর মধ্যে মিমি চকলেট,গন্ধরাজ কোকোনাট ওয়েল, নাবিস্কো বিস্কুট, হক ব্যাটারি, ইকোনো বল পেন, কসকো সোপ এর ওপর রি-ব্র্যান্ডিং করা হয়। এই প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় ইংরেজি অনুষদের ‘স্ন্যাস রেড সানস-১’, প্রথম রানার্সআপ হয় আলফা-১ (আইন অনুষদ) এবং দ্বিতীয় রানার্সআপ হয় স্ল্যাস এর ‘ইনোভেটরস’ দল।

শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআইইউর মার্কেটিং বিভাগের প্রধান ড. রোবাকা শামসের এবং ডেল্টা ইমেগ্রেশনের সিইও মো. আলমগীর । প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন রেন্ডিন প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ সায়েদ ইয়ামিন, ইউল্যাবের সিনিয়র ম্যানেজার মুশফিকুর রহমান, সিআইইউর এসিস্ট্যান্ট অফিসার নওশিন চৌধুরী এবং ওয়েল গ্রুপের এসিসটেন্ট ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ব্রেন্ট রিচার্ডসন।