শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সন্দ্বীপের বেলাল

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সন্দ্বীপের সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন।জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন দিদারের যৌথ স্বাক্ষরিত চিঠিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে সন্দ্বীপের বেলাল উদ্দিনকে।

গত ৩১জুলাই এ চিঠি তাঁর(বেলাল) বরাবরে প্রেরণ করা হয়। বেলাল উদ্দিন বর্তমানে ড.এম ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদের সভাপতি হিসেবেও কাজ করছেন।এছাড়াও মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্বশীল। ইতিপূর্বে তিনি জাতীয় শ্রমিক লীগ সন্দ্বীপ উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।উক্ত পদে দায়িত্ব পেয়ে বেলাল জেলা নেতৃবৃন্দ সহ তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দল ও দেশের সেবায় যেন সবসময় সচেষ্ট থাকতে পারেন সে বিষয়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।