চট্টগ্রাম মেডিকেল থেকে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে ৬০তম ব্যাচে উত্তীর্ণ হয়েছেন হাটহাজারী’র মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না।
নিজের চেষ্টা, পরিবারের সদস্যসহ শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ছোটবেলা থেকেই তিনি অদম্য মেধাবী ছিলেন।
তামান্না হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগরণ এর সভাপতি এবং পশ্চিম দেওয়ান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ খায়রুন্নবী ও মালেকা পারভীনের একমাত্র কন্যা।
এদিকে উম্মে নাজিয়া জাহান তামান্না চট্টগ্রাম মেডিকেল থেকে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় পরিবার, তার নিজ গ্রামসহ পুরো উপজেলার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন তাকে।
তামান্না বলেন, এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন আদর্শবান ডাক্তার হয়ে নিজ গ্রামসহ আমাদের উপজেলার দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারি।
মেয়ের এই সাফল্যে আনন্দে তামান্নার মা-বাবা বলেন, মেয়ের সাফল্যে খুব আনন্দ হচ্ছে। আল্লাহ আমাদের পুরস্কৃত করেছেন। আমাদের একমাত্র মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না যাতে ভালো ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে পারে, সে জন্য সবার দোয়া কামনা করছি।