সমকালের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমনের মুক্তিযোদ্ধা বাবার দাফন সম্পন্ন

দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান’র নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ১৫ সেপ্টেম্বর, বাদ আছর নগরির হালিশহর হাউজিং এস্টেট মাঠ প্রকাশ বিডিআর মাঠে জানাযা ও পরে হালিশহর আই-বøক ৯ নং লেইনস্থ জামে মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।    জানাযার পূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিএমপির পক্ষে হালিশহর থানা থেকে রণাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কনিক আইল্যান্ড হাসপাতালে পরলোক গমন করেন। মুত্যৃকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামে।
তাঁর জানাযায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের এমপি এম এ লতিফ, ব্রান্ড গ্রæপের চেয়ারম্যান নুরুল মোস্তফা খোকন, সাপ্তাহিক উপনগর নির্বাহী সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এমপি লতিফ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।