চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) কতৃক বিষাক্ত ক্যামিকেল দিয়ে ভেজাল শিশু খাদ্য এবং বিভিন্ন ভেজাল দ্রব্যাদি উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভেজাল কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের নিয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ এর নেতৃত্ব এই অভিযান চালানো হয়।

কোয়ালিটি ফুড অ্যান্ড এগ্রো নামের কারখানাটি উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত। অভিযানে কারখানাটি সিলগালা করে হেফাজতে রাখা হয়।

এছাড়া স্থানীয় ইউনিয়নের বাসিন্দা মো. মনির হোসেন ও মোঃ শাহনেওয়াজ নামে দুইজনকে আটক করা হয়েছে । তারা ওই কারখানার কর্মচারী। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, কাপড়ের রং ও ফলের স্বাদে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিভিন্ন ধরনের পানীয়, ভেজাল টমেটো সস ও মধু তৈরি করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনায়েত মো. উল্লাহ নামের এক ব্যক্তি। পরিচালক হিসেবে আছেন ইমাম উদ্দিন, তাজুল ইসলাম ও কামরুল হুদা নামে আরও তিনজন। অভিযানে তাদের আটক করা যায়নি। গোয়েন্দা পুলিশের ওসি নুর আহমদ গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তৎপরতায় ভেজাল পানীয় তৈরির সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম গণমাধ্যমকে বলেন, কারখানায় ফলের স্বাদে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ভেজাল পানীয় ও খাবার তৈরি করা হচ্ছে। এসব পানীয় ও খাবার মানবদেহে ক্যান্সারসহ নানা রোগ সৃষ্টি করতে পারে।

অভিযানে বিপুল পরিমাণ কোমল পানীয় ও বেশ কিছু কাঁচামাল জব্দ করা হয়েছে। জানা গেছে, এ বিষয়ে গতকাল ১২ সেপ্টেম্বর সীতাকুন্ড থানায় একটি মামলা রুজু করা হয়েছে।