হাটহাজারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন, তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ও প্রদর্শনী

‘সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভোবনে স্থানীয় সরকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনসহ তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের উদ্যোগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি হাটহাজারীর সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তৃনমুল পর্যায়ের নির্বাচিত স্থানীয় সরকার জনকল্যাণ ও দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারনে জাতীয় সরকার জনগণের আস্থা অর্জন করে থাকে। তৃনমুলের জনপ্রতিনিধিরা জানেন সমস্যা কোথায়। সমস্যা চিহ্নিত করে তারাই কেন্দ্রীয় সরকারের বরাদ্দ দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে জনকল্যাণের জন্য।

‘সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভোবনে স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান।

এতে প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোরশেদ তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান।

মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারি ১৬ টি দপ্তর স্টল নিয়ে অংশ নেন।