
সন্দ্বীপ পৌরসভায় নেচার বেইজড সলিউশন ফর আরবান রেজিলিয়েন্স বিষয়ক কনসালটেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। IUCN এবং GCA নগর স্থানীয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায় প্রকৃতি ভিত্তিক সমাধান NBS এর এই সভা ২০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভাটির যৌথ আয়োজক ছিলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার IUCN এবং গ্রোবাল সেন্টার ফর এ্যাডাক্টশন GCA। যারা বাংলাদেশের শহরগুলোকে আরো বাসযোগ্য করে তুলতে, দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং জীব বৈচিত্রের ক্ষতির চ্যালেঞ্জ মোকাবিলায় ও টেকসইতা বৃদ্ধির লক্ষে কাজ করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।সভায় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন IUCN বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম সারওয়ার আলম, সিনিয়র প্রোগ্রাম এ্যাসিসটেন্ট কাজী জেনিফার আজমিরী,প্রোগ্রাম এসিসট্যান্ট আনিকা তাসনিম,কনসালটেন্ট তাসফিন আজিজ। অন্যান্যদের মধ্যে স্থানীয় সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি সহ সকল পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ কর্মীদের দেওয়া ব্রিফিং-এ মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও প্যানেল মেয়র সফিকুল মাওলা বলেন বাংলাদেশের ৬ টি পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে আয়োজক প্রতিষ্ঠান আমাদের কাছে কিছু প্রকল্প প্রস্তাবনা বা সম্ভাব্য কার্যক্রম তুলে ধরতে বলেছেন। সে মোতাবেক আমরা প্রকৃতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন,দূর্যোগ ইত্যাদিকে মাথায় রেখে সন্দ্বীপ পৌরসভাকে নান্দনিক ভাবে সাজাতে পৌর পার্ক নির্মান,খালকে লেক এ রুপান্তর, কিচেন মার্কেট স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদির উপর জোর দিয়েছি।
আয়োজক প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার এবিএম সারওয়ার আলম বলেন -আমরা বাংলাদেশের ৬ টি পৌরসভাকে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন ঘটাতে কিছু সমস্যা চিহৃিত করছি। সে সমস্যা গুলো এ্যানালাইসিস করে কিছু ক্যাটালগ বা প্রস্তাবনা তৈরি করবো। এবং সেই প্রস্তাবনা গুলো পলিসি লেভেলে যারা রযেছেন তারা সহ বিভিন্ন দাতা সংস্থার কাছে তুলে ধরবো। সেই সমস্ত প্রস্তাবনা ওনাদের পছন্দ হলে তারা বিষয় গুলো বাস্তবায়নে এগিয়ে আসবেন।সে লক্ষে আমাদের আজকের এই মতবিনিময় সভা।