পেকুয়ায় ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত 

কক্সবাজারের পেকুয়ার স্বনামধন্য বিদ্যাপীঠ রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

এতে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নুরুল আমিন , বাংলা বিভাগের প্রভাষক মুফিজুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভনিং বডির প্রতিষ্ঠাতা সদস্য এ.টি.এম.শামসুদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাখালী বি ইউ আই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুকী,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম ।
এছাড়া রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম , রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উপাধ্যক্ষ ছৈয়দুল আলম সহ অত্র বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক-শিক্ষিকা,প্রভাষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

এসময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে ও অত্র বিদ্যালয় এন্ড কলেজের মান ধরে রাখতে আহ্বান জানান বক্তারা