চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন মধ্যম রামপুরা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দর হোসেন (৭৩) গতকাল ৭ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ৮ অক্টোবর রোববার সকাল ১১টায় রামপুরাস্থ ধোপাপাড়া নুরানী জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গালিব চৌধুরীর নেতৃত্বে হালিশহর থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ সেকান্দর হোসেনকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গালিব
চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধাগণ। পরে সেখানকার পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন সিটি করপোরেশেনের ১নং প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মোঃ নূর উদ্দিন, সৈয়দ আবদুল গণি, জাফর আহমদ, মোঃ ইউনুছ, খলিল উল্লাহ সর্দার, সৈয়দ আহমদ, আবুল কাশেম, সোলতান আহমদ, মোঃ আলম, নুর মিয়া, আলী আজগর, মোঃ এয়াকুব, মোঃ সোলেমান, নুর মোহাম্মদ, আবদুস সালাম, আবু নাছের, নাছির উদ্দিন, মিজানুর রহমান কাজলসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ সেকান্দর হোসেন। শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের নেতৃবৃন্দ।