
‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্য নিয়ে হাটহাজারী উপজেলায় যথাযথ আয়োজনের মাধ্যমে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম। হাটহাজারী নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে ও প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্না মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাফরেদুল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, প্রকৌশলী জয়শ্রী দে, প্রাণী সম্পদ অফিসার সুজন কানুগো, ইন্সপেক্টর (গোয়েন্দা) আমীর হোসেন প্রমূখ।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচী সমাপ্ত হয়।
এদিকে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ইন্সপেক্টর (গোয়েন্দা) আমীর হোসেন, সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য শ্যামল নাথ, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, দপ্তর সম্পাদক আবুল মনছুর, প্রচার সম্পাদক মোঃ আবু নোমান।