বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দারুল কোরআন ফাউন্ডেশনের ইসলামী সংগীত অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

জি এম ইউসুফ হাসান, কুমিল্লা প্রতিনিধি : ১৯ শে অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় কুমিল্লা জেলার দেবিদ্বার মহিলা কলেজ রোডস্থ “জামেয়া দারুল কুরআন মাদ্রাসায়” এ আয়োজন করা হয়।হাফেজ আহনাফ রিদওয়ানের উপস্থাপনায় ও মুফতি আবু বকর আল-মাদানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবক আলহাজ্ব,আনোয়ার হোসেন (বুলু পাঠান)
অনুষ্ঠানে, দশজনবিজয়ীদেরকে নগদ টাকা এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতাটি গেল ৫ সেপ্টেম্বর এ শুরু হয়ে ১৫ অক্টোবর’২৩ রাত ১০ টায় পর্দা নামে/শেষ হয়। জমকালো এ অনলাইন হামদ নাত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতায় মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ১৯৬ জন মেধাবী প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দেবিদ্বার ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল কাউছার। দ্বিতীয় স্থান অধিকার করেন হাফেজ ওবায়দুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ আরিফ উল্লাহ। চতুর্থ স্থান অধিকার করেন মোঃ ফয়সাল আহমেদ পঞ্চম স্থান অধিকার করেন মোঃ রবিউল আউয়াল ষষ্ঠ স্থান অর্জন করেন মোসাম্মৎ তাসনিম জোহা, সপ্তম স্থান অর্জন করেন মোঃ আরিফুল ইসলাম অষ্টম স্থান অর্জন করে মোঃ আবু ওসমান নবম স্থান অর্জন করেন মাও: নুরে আলম এবং দশম স্থান অর্জন করেন এলাহাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিন সরকার।