“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে যুব দিবস-২৩ উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।যুব উন্নয়নের সহকারী অফিসার নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দীন মজুমদার, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মোঃ জামসেদুল আবেদীন নাবিল, আইয়ুব রুবেল প্রমূখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাকিলা খাতুন।
সভা শেষে উদ্যোক্তা, সফল সংগঠক ও সংগঠনের মাঝে চেক বিতরণ, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সভার আগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।