
খেলায় ট্রাইব্রেকারে ফতেহাবাদ স্বপ্নসিড়ি ক্লাবকে হারিয়ে শিরোপা তুলে নেয় সুবিল ফুটবল একাডেমি, ক্রিড়াই শক্তি-ক্রিড়াই বল-মাদকের বিরুদ্ধে ফুটবল এপ্রতিপাদ্যে কে সামনে রেখে ঐতিহ্যবাহী সুলতানপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় দুই দলের একাধিক বিদেশি নাইজেরিয়ান প্লেয়ারদের উপস্থিতিতে জমজমাট খেলা অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ ছিল ভরপুর। এর আগে ফতেহাবাদ স্বপ্নসিড়ি ক্লাবের সভাপতি ও সহসভাপতি হেলিকপ্টার যোগে মাঠে নামেন। সুবিল ফুটবল একাডেমি ব্যতিক্রমী আয়োজনে মাঠে প্রবেশ করেন।প্রতিদ্বন্দ্বিতা মূলক খেলায় নিদিষ্ট সময়ে ১-১ গোলে সমতা হয়ে খেলা শেষ হয়। পরে শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে ৫-৬ গোলে ফতেহাবাদকে হারিয়ে বিজয় তুলে নেয় সুবিল টিম,খেলা পরিচালনা করেন বাফুফে রেফারি মাসুম খন্দকার এবংতার দুই সহকারী মাঠ পরিচালক হারুনর রশীদ সার্জেন কামাল ও
ম্যাচ অফিসিয়াল মোকবল হোসেন।
খেলায় সাংবাদিক জি এম ইউসুফ এর উপস্থাপনায় স্হানীয় অসংখ্য নামকরা ধারাভাষ্যে জমজমাট হয়ে ওঠে খেলা। খেলায় দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রফিকুল ইসলাম ইদ্রিস এর সভাপতিত্বে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. হাবিবুর রহমান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান কে এম কামরুজ্জামান মাসুদপ্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণধর।
দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রফিকুল ইসলাম ইদ্রিস মেম্বার
খেলা শেষে অতিথি ও দুই দলের মাঝে সম্মাননা স্বরক ও পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।