
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারী খাল দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করছেন শফিউল আলম নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। তিনি গুমানমর্দন ৭নং ওয়ার্ডের মৃত কালা মিয়ার ছেলে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালুখালী এলাকার নুরুল হকের দোকান সংলগ্ন বালুখালী খালের জায়গা দখল করে নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি ভবন নির্মাণের কাজ শুরু করেন। তেরপলের ঘেরাও দিয়ে গাছপালা কেটে ব্যাচ ঢালাইয়ের গর্ত খুঁড়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন ঐ ব্যক্তি।
এবিষয়ে জানতে চাইলে শফিউল আলম প্রতিবেদককে বলেন, এটা সরকারী জায়গা কিন্তু যারা মালিক তাদের কাজ থেকে তিন হাজার টাকার বিনিময়ে অনেক আগে আমরা অনুমতি নিয়েছি। তবে কার কাছ থেকে অনুমতি নিয়েছেন সে সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি তিনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, এক প্রকার প্রভাব খাটিয়ে তিনি খাল দখল করে এই ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এভাবে খাল দখল করে ভবন নির্মাণ করা হলে সর্বত্র দখল শুরু হবে। এতে পরিবেশ হুমকির মুখে পড়বে।
এবিষয়ে জানতে চাইলে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দিই এবং কাজ না করতে কঠোরভাবে নির্দেশনা দিই। পরবর্তীতে কাজ করতে চাইলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমি খবর নিয়ে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।