
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চা শ্রমিকদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিশেষ অবদানের জন্য ” লিও ফাইবার” এটিএন বাংলা উন্নয়নের বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২১। রোজ মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮নং ফ্লোর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।২০২১ সালে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইটি, কৃষি, যোগাযোগ, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য সেক্টর এ গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যাক্তিগণকে সম্মাননা প্রদান করা হয়।অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে ,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, কমলগঞ্জ-শ্রীমঙ্গল এর সাংসদীয় আসন ৩এর সাবেক চিফ হুইপ সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ (এমপি)সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন,এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
পড়েছেনঃ ১০৩