
গত ৯ই ডিসেম্বর সার্ক মানবাধিকার চট্টগ্রাম অঞ্চল শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক কলামিস্ট ডক্টর মাসুম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল ইকবাল, সিনিয়র সহ সভাপতি সোহেল আক্তার খান, মাওলানা দেলোয়ার হোসেন, অমরেশ বড়ুয়া, ইঞ্জিনিয়ার ফরিদ, মোবারক হোসেন ভূঁইয়া, নুর আলম মহিউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক এম এ জলিল।
অনুষ্ঠানে সকল সদস্যদের মাঝে আইডি কার্ড ও সনদ প্রদান করা হয়। সারা বিশ্বে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘন হচ্ছে ,এই সময়ে যারা মানবাধিকারের পক্ষে কাজ করেন , তারা প্রকৃত মানুষ, যারা মানবাধিকার ফাউন্ডেশনে কাজ করেন, তাদেরকে আগামীতে আরো মহৎ কাজ করার জন্য অনুরোধ জানানো হয়।
পড়েছেনঃ ১৭৯