
নগরীর পাহাড়তলী নয়াবাজারে দারুন্নাজাত গার্লস মাদরাসা’র উদ্বোধন উপলক্ষে ওলামা-সুধী সমাবেশ ও দু’আ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে মুহাম্মাদ মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মাদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা হারুনুর রশিদ নূরী, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মুহাম্মাদ আব্দুল হামিদ, মাওলানা জাবির হুসাইন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু নাছের, বীর মুক্তিযোদ্ধা নূর মুহাম্মাদ, মুহাম্মাদ হারুন, নজরুল ইসলাম, মুহাম্মাদ মাইনুদ্দিন, কামাল উদ্দিন প্রমূখ।
বক্তারা এলাকায় মেয়েদের জন্য সতন্ত্র একটি দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অত্র প্রতিষ্ঠান সেই প্রয়োজন মিটাতে গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এলাকায় এমন একটি আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উচ্ছাস প্রকাশ করে এর সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতিব/ইমাম, সহকারী ইমাম/ মুয়াজ্জিন, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশ-জাতির জন্য মঙ্গল কামনা করে মিলাদ দুআ-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।