কক্সবাজারের পেকুয়ায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনার সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে বরবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় পেকুয়া উপজেলার পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও প্রতিবেদক মানবাধিকার সংস্থা পেকুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত র্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই অবস্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। মানবাধিকার সংস্থা পেকুয়া শাখার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রাবন তালুকদার মানিকের স্লোগান “জয় হোক বিশ্ব-মানবতার জয় হোক বিশ্ব-মানব কল্যাণের” মধ্য দিয়ে প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এস এম গিয়াস উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ পেকুয়া উপজেলা শাখার বিপ্লবী সভাপতি সাইফুদ্দিন খালেদ(এল এল বি), ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন কক্সবাজার জেলা সমন্বয়ক নাছির উদ্দিন,বাংলাদেশ, আওয়ামীলীগ, পেকুয়া সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (এম কম)এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধ,রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও প্রতিবেদক মানবাধিকার সংস্থার অসংখ্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।