হাটহাজারী চৌধুরীহাটে ইউএনও’র অভিযান, জরিমানা

পেঁয়াজের অতিরিক্ত মূল্যে নিচ্ছেন এমন অভিযোগ পেয়েই দ্রুত অভিযানে নামেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম মশিউজ্জামান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার চৌধুরীহাটে অভিযানে নেমে অভিযোগের সত্যতা পান।

অভিযানকালে দেখা গেছে, বাজার, পাইকার ও খুচরা দোকানে ব্যবসায়ীরা ইচ্ছেমত মূল্যে পেঁয়াজ বিক্রি করছেন। ১৩০ টাকা থেকে শুরু করে ২২০ টাকা পর্যন্ত। ইউএনও ক্রয়ের রশিদ দেখতে চাইলে অনেকে অপারগতা প্রকাশ করলেও পরে দেখা গেছে ব্যবসায়ীদের দেয়া ক্রয়ের তথ্যের সাথে কোন মিল নাই। পরে প্রতি দোকানে ১২০ থেকে ১৩০ টাকা কেজিদরে বিক্রির উপর সম্মতি দেন ব্যবসায়ীরা। এদিকে মূল্য নির্ধারনের পর পরই সাধারণ ক্রেতারা হুমরি খেয়ে পড়ে পেঁয়াজ ক্রয়ে। তবে জনপ্রতি ৪/৫ কেজি ক্রয়ে বাধাপ্রদান করে তাৎক্ষণিক ইউএনও বলেন, আমাদের ক্রেতাদের সচেতন হতে হবে। চাহিদা চাইতে অতিরিক্ত নেয়া উচিত নয়। এ জন্য অসাধু ব্যবসায়ীরা সুযোগ লুপে নেয়। এসময় আরাফাত টাওয়ারের নিচে সন্ধা স্টোর নামে এক দোকানে মূল্য তালিকা না রাখা ও ক্রয়ে তথ্য গোপন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চৌধুরীহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান এবং হাটহাজারী মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।