আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেন এর বিনামূল্যে-ঠোট কাটা- তালু কাটা প্রকল্পের আওতায় চট্টগ্রাম মা ও শিশু-হাসপাতাল কেন্দ্রের সেবা কার্যক্রমের সাথে থাকার ঘোষনা দিয়েছেন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম শাখা ও এবি ফাউন্ডেশন সন্দ্বীপ।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থার আয়োজনে, স্মাইল ট্রেনের অর্থায়নে ও নগরীর মা ও শিশু-হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত সমপূর্ণ বিনামুল্যে ঠোঁট কাঁটা, তালুকাটা, মাড়ি কাঁটা রোগীদের চিকিৎসা সেবা, সার্জারী পরবর্তী ওষুধ প্রদান, এবং উপহার প্রদান কার্যক্রম পরিদর্শনে আসেন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ এবং এবি ফাউন্ডেশন সন্দ্বীপের পরিচালক বৃন্দ।
স্মাইল ট্রেন এর ব্যাবস্হাপক শাফায়াত খানের সভাপতিত্বে ও শিশুর হাসি সামাজিক সংস্থা চট্টগ্রাম শাখার সুপারভাইজার এম এ ইলাহী আরাফাতের পরিচালনায় কর্মসূচিতে অতিথি ছিলেন ফুলকূড়ি চট্টগ্রাম শাখা পরিচালক খিজির আলম, সহকারী পরিচালক জামিল হাসান, এবি ফাউন্ডেশন সন্দ্বীপ উপজেলা শাখার পরিচালক বিশিষ্ট ব্যাংকার জুলফিকার আলি, শিক্ষক ও সমাজকর্মী মেহেদী হাসান, বিশিষ্ট শিশু সংগঠক ও বি এফ সি পরিচালক আবু সাঈদ মাসুম, সংগঠক আব্দুস সামাদ রিফাত, চাইল্ড ড্রীমবিডির ইন্জিনিয়ার আকরাম খান মামুন, ওয়াই এসবির ইয়াসিন সানিম, দিশারিয়ান হাসান কবিরাজ, ক্রিকেট লাভার্স সন্দীপের তিতুমীর খান আরমান, দিশারিয়ান রাকিব আহমেদ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।