মহান বিজয় দিবসে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।

শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শ্যামল নাথ (দৈনিক বঙ্গজননী), সহ-সভাপতি জাহেদ মঞ্জু (মিডিয়া এক্সপ্রেস), নির্বাহী সদস্য ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ), সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ (ডেইলি অবজারভার), সহ সম্পাদক জাহেদুল ইসলাম (দৈনিক শাহ আমানত), সহ-সাংগঠনিক সুমন পল্লব (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক মোঃ আবুল মনছুর (দৈনিক অধিকার ও সময়ের নিউজ), প্রচার সম্পাদক রিমন মুহুরী (দৈনিক ইনফো বাংলা), দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু নোমান (দৈনিক জনবাণী), মোঃ ওসমান গনি (দৈনিক তৃতীয় মাত্রা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম এরশাদ (দৈনিক একুশের বাণি), ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দীন সাইফ (আমার সংবাদ), সদস্য মোহাম্মদ ইরফানুল ইসলাম (আমাদের মুক্তকন্ঠ), সাবেক অর্থ সম্পাদক আবু শাহেদ (মানবজমিন)।

সংগঠনের সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ত্রিশ লক্ষ শহিদ আর দুই লক্ষ মা বোনের সমভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানী বাহিনীর বর্বরতা আর এদেশের রাজাকার আল বদর বাহিনীর দেশদ্রোহীতা বীর মুক্তিযোদ্ধাদের সামনে টিকতে পারেনি। তারা পিছু হটতে বাধ্য হয়েছে। দেশ স্বাধীন হলেও রাজাকার আল বদর বাহিনীর দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।