সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের সভাপতি আশিক সম্পাদক রেজাউল

চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ছাত্র সংগঠন সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের কার্যকরী কমিটি ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ ডিসেম্বর) সকল সদস্যদের এসএমএস ভিত্তিক ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন স্মার্টফোন প্রতীকে আশিক এলাহি এবং সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী থেকে ৩২ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছ বই প্রতীকে মোহাম্মদ রেজাউল করিম।

হালিশহর নয়া বাড়ি রেস্টুরেন্টে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাসুদুর রহমান। নির্বাচনে সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন নোমান বিন হোসাইন, সৈয়দ নাঈম এবং বাকের হোসাইন কাউছার।

এসময় উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোশাররফ হোসাইন, ইউএসটিসির শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. হাসান উল্লাহ ও মোস্তফা হাকিম ডিগ্রী কলেজের প্রভাষক আমিরুল হোসাইন, ইয়ুথ ক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুল মাওলা। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আগামী বৎসর সংগঠনকে আরও গতিশীল ও ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী ফলাফলে বিজয়ী সভাপতি আশিক এলাহি বলেন, চট্টগ্রাম কলেজ মেধাবীদের মিলনমেলা। এখানে সবাই আসে তাদের নিজেদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি নিজেকে সমাজের একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে। সন্দ্বীপের চট্টগ্রাম কলেজে পড়ুয়া সকল শিক্ষার্থীর যেকোন সহযোগিতায় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, এসোসিয়েশন আমাদের ভালোবাসার জায়গা, যেহেতু আমি নির্বাচিত হয়েছি আমার চেষ্টা থাকবে সন্দ্বীপে মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করা। সকলের সহযোগিতার মাধ্যমে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম কলেজে পড়ুয়া সন্দ্বীপের ছাত্রদের ঐক্যবদ্ধতা, পরস্পরের প্রতি যোগাযোগ সৃষ্টি, সম্প্রীতি স্থাপন ও সহযোগিতার মানসিকতা দৃঢ় করার প্রত্যয়ে অরাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে ২০১৪ সালে ঐতিহাসিক প্যারেড ময়দানে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।